অন্যায়-অবিচার আসছি দেখে সবসময় সন্ত্রাস, অবরোধ প্রতিদিনের সাথী সংশয় নিয়ে বেঁচে থাকা সারাটা জীবন দেখো অনাহারে কাঁদে শিশুগুলো প্রার্থনা করে যায় তার মা মুখ তুলে তাকায় যদি এবার দারিদ্রের বিধাতা সমাজের প্রভুরা আর কতকাল এই নগ্ন প্রহসন আর কতকাল গণতন্ত্রের অসম্মান আর কতকাল মোদের শান্তি বিসর্জন আর কতকাল মোদের আত্মসমর্পণ আর কতকাল আর কতকাল আর কতকাল কবে শেষ হবে এই দুঃস্বপ্ন ♪ ঘৃণ্য নেতারা, স্বার্থের খেলা খেলে ওরা হরতাল, অবরোধ জাতীয় সংস্কৃতি এইসব নিয়ে কলুষিত অসহায় জীবন কেন পারি নাকো মোরা এক হয়ে সংগ্রামে নেমে যেতে আমরাও যে সন্তান এই দেশের চাই বাঁচবার অধিকার ভালো থাকবার অধিকার আর কতকাল এই নগ্ন প্রহসন আর কতকাল গণতন্ত্রের অসম্মান আর কতকাল মোদের শান্তি বিসর্জন আর কতকাল এই আত্মসমর্পণ আর কতকাল আর কতকাল আর কতকাল কবে শেষ হবে এই দুঃস্বপ্ন ♪ আর কতকাল এই নগ্ন প্রহসন আর কতকাল গণতন্ত্রের অসম্মান আর কতকাল মোদের শান্তি বিসর্জন আর কতকাল মোদের আত্মসমর্পণ আর কতকাল আর কতকাল আর কতকাল কবে শেষ হবে এই দুঃস্বপ্ন ধিক তোমাদের, কেন খেলছো মোদের জীবন নিয়ে ধিক তোমাদের, কেন খেলছো মোদের জীবন নিয়ে ধিক তোমাদের, কেন খেলছো মোদের জীবন নিয়ে ধিক তোমাদের, কেন খেলছো মোদের জীবন নিয়ে ধিক তোমাদের, কেন খেলছো মোদের জীবন নিয়ে ধিক তোমাদের, কেন খেলছো মোদের জীবন নিয়ে