Kishore Kumar Hits

Hatirpool Sessions - Di Da Da Da текст песни

Исполнитель: Hatirpool Sessions

альбом: Di Da Da Da


বিকেলে, এক বিকেলে
আষাঢ়ের এক বিকেলে
আড়ি পেতে শুনি টাকমাথা বুড়োটা
বলছে এক কিশোরীকে
সুনীতা, চল যাই দূরে
চুলে গুঁজে আয় কৃষ্ণচূড়া
নদীর ওপারে, যেখানে
আকাশ তোর রঙে রাঙা

তোর আছে ডিঙি নৌকো
আমার ভাঙা কোশা
বৃষ্টিতে ভিজে পাড়ি দেই চল
এই বরষা পুরোটা
জল ভরে ডিঙি নৌকোয়
মাতাল রোদে পথ হারা
তবু নীল পাহাড় ঘাটে ভেসে যাই
তুই, আমি আর আমরা

চল চল চল যাই দূরে
তোর চুলে কৃষ্ণচূড়া
নদীর ওপারে যেখানে
আকাশ তোর রঙে রাঙা
ভোর আসে নীল এই জলে
ওই দূর পাহাড় ঘাটে
চোখ চেনে না সেই দেশকে
তবু যাবো আমরা সেখানে

নীল পাহাড়ের ঘাটে
খুলে ফেল কৃষ্ণচূড়া
নদীর এপারে, এখানে
আকাশ তোর রঙে রাঙা

Поcмотреть все песни артиста

Другие альбомы исполнителя

Upo

2022 · сингл

Похожие исполнители

Vibe

Исполнитель

NAOHA

Исполнитель