Kishore Kumar Hits

Smooches - Disco In The Dark текст песни

Исполнитель: Smooches

альбом: Smooches ONE


কেনো ফিরে আসা যায় না
কাউকে ভাল্লাগেনা
সন্ধ্যেটাও নামে না
এভাবে নিজেকে খুঁজতে গেলে
একটু বদলে গেলে
কিছুই ঠিক থাকেনা
তোমার মনে কি পড়ে না
শুষে নিয়েছি যে ব্যথা
ক্লান্ত হয়ে একা
বারে বারে বারে
হারতে থাকলে পরে
নিজেকে আঁকড়ে ধরে
আর থাকা গেলো না
আজ তোমার সৌন্দর্য দেখে
বড় ইচ্ছে করছে নিজের কাছে
রাখতে তোমাকে
এখানে ভিড় করে কি হবে
বিক্রি তো হলেই হতে পারো
ভুলেছি আজ যে আরো নিজেকে
তুমিও আপন ভাবতে পারো
এখানে ভিড় করে কি হবে
বিক্রি তো হলেই হতে পারো
ভুলেছি আজ যে আরো নিজেকে
তুমিও আপন ভাবতে পারো
আজ তোমার সৌন্দর্য দেখে
বড় ইচ্ছে করছে নিজের কাছে
রাখতে তোমাকে
এখানে ভিড় করে কি হবে
বিক্রি তো হলেই হতে পারো
ভুলেছি আজ যে আরো নিজেকে
তুমিও আপন ভাবতে পারো
এখানে ভিড় করে কি হবে
বিক্রি তো হলেই হতে পারো
ভুলেছি আজ যে আরো নিজেকে
তুমিও আপন ভাবতে পারো
এখানে ভিড় করে কি হবে
বিক্রি তো হলেই হতে পারো
ভুলেছি আজ যে আরো নিজেকে
তুমিও আপন ভাবতে পারো
এখানে ভিড় করে কি হবে
বিক্রি তো হলেই হতে পারো
ভুলেছি আজ যে আরো নিজেকে
তুমিও আপন ভাবতে পারো

Поcмотреть все песни артиста

Другие альбомы исполнителя

Похожие исполнители

Vibe

Исполнитель

Owned

Исполнитель

NAOHA

Исполнитель