Arghya Sen - Aamar Priyaro Chayay текст песни
Исполнитель:
Arghya Sen
альбом: Arghya
আমার প্রিয়ার ছায়া
আকাশে আজ ভাসে
আমার প্রিয়ার ছায়া
আকাশে আজ ভাসে
বৃষ্টিসজল বিষন্ন নিশ্বাসে, হায়
প্রিয়ার ছায়া
আকাশে আজ ভাসে, হায় হায়
প্রিয়ার ছায়া
আকাশে আজ ভাসে
বৃষ্টিসজল বিষন্ন নিশ্বাসে, হায়
প্রিয়ার ছায়া
আকাশে আজ ভাসে
♪
আমার প্রিয়া মেঘের ফাঁকে ফাঁকে
সন্ধ্যাতারায় লুকিয়ে দেখে কাকে কাকে
আমার প্রিয়া মেঘের ফাঁকে ফাঁকে
সন্ধ্যাতারায় লুকিয়ে দেখে কাকে কাকে
সন্ধ্যাদীপের লুপ্ত আলোয়
স্মরণে তার আসে, হায়
প্রিয়ার ছায়া
আকাশে আজ ভাসে
♪
বারি-ঝরা বনের গন্ধ নিয়া
পরশ-হারা বরণমালা গাঁথে আমার প্রিয়া
বারি-ঝরা বনের গন্ধ নিয়া
পরশ-হারা বরণমালা গাঁথে আমার প্রিয়া
আমার প্রিয়া ঘন শ্রাবণধারায়
আমার প্রিয়া ঘন শ্রাবণধারায়
আকাশ ছেয়ে মনের কথা হারায়
আমার প্রিয়ার আঁচল দোলে
নিবিড় বনের শ্যামল উচ্ছ্বাসে, হায়
প্রিয়ার ছায়া
আকাশে আজ ভাসে, হায় হায়
প্রিয়ার ছায়া
আকাশে আজ ভাসে
Поcмотреть все песни артиста
Другие альбомы исполнителя