Mita Haque - Aji Nutan Rotone текст песни
Исполнитель:
Mita Haque
альбом: Aji Nutan Rotone
আজি নূতন রতনে ভূষণে যতনে
প্রকৃতি সতীরে সাজিয়ে দাও
আজি নূতন রতনে ভূষণে যতনে
প্রকৃতি সতীরে সাজিয়ে দাও
আজি সাগরে ভুবনে আকাশে পবনে
সাগরে ভুবনে আকাশে পবনে
নূতন কিরণ ছড়িয়ে দাও
আজি নূতন রতনে ভূষণে যতনে
প্রকৃতি সতীরে সাজিয়ে দাও
♪
আজি পুরানো যা কিছু দাও গো ঘুচিয়ে
মলিন যা কিছু ফেলো গো মুছিয়ে
পুরানো যা কিছু দাও গো ঘুচিয়ে
মলিন যা কিছু ফেলো গো মুছিয়ে
শ্যামলে কোমলে কণকে হীরকে
ভুবন ভূষিত করিয়ে দাও
আজি নূতন রতনে ভূষণে যতনে
প্রকৃতি সতীরে সাজিয়ে দাও
♪
আজি বীণায় মুরজে স্বননে গরজে
জাগিয়া উঠুক গীতি গো
আজি হিয়ার মাঝারে জগত বাহিরে
ভরিয়া উঠুক প্রীতি গো
আজি বীণায় মুরজে স্বননে গরজে
জাগিয়া উঠুক গীতি গো
আজি হিয়ার মাঝারে জগত বাহিরে
ভরিয়া উঠুক প্রীতি গো
আজি নূতন আলোকে নূতন পুলকে
দাও গো ভাসায়ে ভূলোকে দ্যুলোকে
নূতন আলোকে নূতন পুলকে
দাও গো ভাসায়ে ভূলোকে দ্যুলোকে
নূতন হাসিতে বাসনারাশিতে
জীবন মরণ ভরিয়ে দাও
আজি নূতন রতনে ভূষণে যতনে
প্রকৃতি সতীরে সাজিয়ে দাও
আজি সাগরে ভুবনে আকাশে পবনে
নূতন কিরণ ছড়িয়ে দাও
আজি নূতন রতনে ভূষণে যতনে
প্রকৃতি সতীরে সাজিয়ে দাও
Поcмотреть все песни артиста
Другие альбомы исполнителя