বেলা বয়ে যায়
ছোট্ট মোদের পানসি তরী
সঙ্গে কে কে যাবি আয়
বেলা বয়ে যায়
ছোট্ট মোদের পানসি তরী
সঙ্গে কে কে যাবি আয়
বেলা বয়ে যায়
দোলে হার, বকুল যুথি দিয়ে গাঁথা সে
রেশমী পাল উড়ছে মধুর মধুর বাতাসে
দোলে হার, বকুল যুথি দিয়ে গাঁথা সে
রেশমী পাল উড়ছে মধুর মধুর বাতাসে
হেলছে তরী, দুলছে তরী, ভেসে যাচ্ছে দরিয়ায়
বেলা বয়ে যায়
ছোট্ট মোদের পানসি তরী
সঙ্গে কে কে যাবি আয়
বেলা বয়ে যায়
♪
যাত্রী সব নূতন প্রেমিক, নূতন প্রেমে ভোর
মুখে সব হাসির রেখা, চোখে ঘুমের ঘোর
যাত্রী সব নূতন প্রেমিক, নূতন প্রেমে ভোর
মুখে সব হাসির রেখা, চোখে ঘুমের ঘোর
বাঁশির ধ্বনি, হাসির ধ্বনি উঠছে ছুটে ফোয়ারায়
বেলা বয়ে যায়
ছোট্ট মোদের পানসি তরী
সঙ্গে কে কে যাবি আয়
বেলা বয়ে যায়
♪
পশ্চিমে জ্বলছে আকাশ সাঁঝের তপনে
পূর্বে ওই বুনছে চন্দ্র মধুর স্বপনে
পশ্চিমে জ্বলছে আকাশ সাঁঝের তপনে
পূর্বে ওই বুনছে চন্দ্র মধুর স্বপনে
করছে নদী কুলুধ্বনি, বইছে মৃদু মধুর বায়
বেলা বয়ে যায়
ছোট্ট মোদের পানসি তরী
সঙ্গে কে কে যাবি আয়
বেলা বয়ে যায়
ছোট্ট মোদের পানসি তরী
সঙ্গে কে কে যাবি আয়
বেলা বয়ে যায়
Поcмотреть все песни артиста
Другие альбомы исполнителя