তুমি আয়না হয়েই থেকো আমার হৃদয়ে সেই আয়না থেকেই কথা বলো আমার সঙ্গে কানে ধরে থেকো একটা ফোন যেন এ সবকিছুই মনে হয় সত্যের মতন আয়নাতেই বসবাস, আয়নাতেই ঘুম ঘুমের আগের তিরিশ সেকেন্ড যেন হয় উশুল আমি চিৎকার দেবো আকাশ কাঁপিয়ে তুমি তাকাবে আমার পানে আঁধার চোখে আমি কিছুই চাইবো না, তাই কিছুই দেবো না থাকবে না এতোটুকু expectation তবু চাইতে পারো কাল্পনিক পূর্ণিমার রাত তুমি আর আমি, আর সব অন্ধকার এমন কেউ ছিলো না আর এই জগতে যে আমার গড়া অদৃশ্য এই সীমান্ত দেখেছে তুমি ভুলে গেছো সূক্ষ্ম সুঁই ফুটিয়ে কিছু বুঝে উঠার আগেই সব গেলো ফুরিয়ে সেই আয়না ভেঙ্গে গেছে, নেই আর হৃদয়ে কথা হয় না আর ভাঙ্গা কাঁচের টুকরো থেকে সত্য ডুবে গেছে চিরতরে মিথ্যে কল্পনাতে ঘরের মেঝেতে পরিত্যক্ত সেই ফোনটা পড়ে থাকে বাস্তবতায় বাস, বাস্তবতায় ঘুম ঘুমের পরেও তিরিশ সেকেন্ড কেটে যায় নির্ঘুম আমি নির্বান চেয়ে থাকি আকাশ পানে তুমি তাকাবে না আর আমার চোখে আয়না থেকে