Kishore Kumar Hits

IMPLICIT - Bortomaan текст песни

Исполнитель: IMPLICIT

альбом: Bortomaan


আমি চলি আমার মত
নানান ভাবে ক্ষত বিক্ষত
যত খেয়াল করার ছিল
আজ সব থেকে আমি বিরত।
সম্ভাবনা, সব কল্পনা
চুলোয় গেলো সব জল্পনা
মনে হতে পারে সব মিথ্যে
কিন্তু বাস্তবতা, এটা গল্প না
কপালের লেখা
নিজের জীবন থেকে নেয়া
কি ছিল, কি হল, কি হবে জানিনা
জানি শুধু এ সময়টা
কি ছিল, কি হল, কি হবে ভাবিনা
ভাবি শুধু এ সময়টা
আলোর নিচে আসে অন্ধকার
হঠাৎ হারাই ইচ্ছা বাচাঁর
অভাবে স্বভাবে আর কত এভাবে
থেকে হারাচ্ছে ইচ্ছা কিছু জানার
ছোট করে বড় হবার
বারোটা বাজাউ মান মর্যাদার
আসলে এভাবে ছোট হয় সকলে
বাদ দাও, সময়তো নাই এ নিয়ে ভাবার
কপালের লেখা
নিজের জীবন থেকে নেয়া
কি ছিল, কি হল, কি হবে জানিনা
জানি শুধু এ সময়টা
কি ছিল, কি হল, কি হবে ভাবিনা
ভাবি শুধু এ সময়টা
আর কত এভাবে বাচাঁ
আর কত এভাবে থাকা
আর কত এভাবে বাচাঁ
আর কত এভাবে থাকা।

Поcмотреть все песни артиста

Другие альбомы исполнителя

Похожие исполнители

Vibe

Исполнитель

SIN

Исполнитель

Owned

Исполнитель