আমার আকাশ ভালো লাগে, ভালো লাগে চাঁদ
ভালো লাগে তারাদের, ভালো লাগে রাত
আরো ভালো লাগে তোমার মনে আমার এই অবাধ যাতায়াত
আমার আকাশ ভালো লাগে, ভালো লাগে চাঁদ
ভালো লাগে তারাদের, ভালো লাগে রাত
আরো ভালো লাগে তোমার মনে আমার এই অবাধ যাতায়াত
ঘুম, ঘুম
নির্ঘুম
ঘুম, ঘুম
নির্ঘুম
আমার বৃষ্টি ভালো লাগে ঝাপসা ঝাপটায়
ভালো লাগে ছাতা মাথায় বিদ্যুতের ভয়
আরো ভালো লাগে তোমার মনে আমার এই গভীর আশ্রয়
আমার বৃষ্টি ভালো লাগে ঝাপসা ঝাপটায়
ভালো লাগে ছাতা মাথায় বিদ্যুতের ভয়
আরো ভালো লাগে তোমার মনে আমার এই গভীর আশ্রয়
ঘুম, ঘুম
নির্ঘুম
এই ঘুম, ঘুম
নির্ঘুম
♪
আমার রাস্তা ভালো লাগে সাদাকালো-রঙিন
দুস্তর দিশে হারাক কেমন সীমাহীন
আরো ভালো লাগে সেই রাস্তায় তোমার সাথে সারাদিন
আমার রাস্তা ভালো লাগে সাদাকালো-রঙিন
দুস্তর দিশে হারাক কেমন সীমাহীন
আরো ভালো লাগে সেই রাস্তায় তোমার সাথে সারাদিন
ঘুম, ঘুম
নির্ঘুম
ঘুম, ঘুম
ঘুম, ঘুম
নির্ঘুম
ঘুম, ঘুম
ঘুম, ঘুম
নির্ঘুম
ঘুম, ঘুম
ঘুম, ঘুম
নির্ঘুম
ঘুম, ঘুম
Поcмотреть все песни артиста
Другие альбомы исполнителя