ত্রিনয়ন, ও ত্রিনয়ন, একটু জিরোও
দার্জিলিং জমায় রহস্য, জমজমাট পুরী
তারই সঙ্গে হংকং-এ বা লন্ডনে ঘুরি
হাত ধরেছে বেশ জটায়ু-তপেশ
জানে ঠিক সে ভেস্তে দেবে সব জারিজুরি
আম আঁটির বেহালা হোক বা কৈলাশের পাথর
রক্তে মাখা ভোজালি বা ধূর্ত মূর্তি চোর
সূত্র ধরে সে ঠিক সমাধানে
পৌঁছে যাবে ধোঁয়াশা কাটিয়ে ঘনঘোর
সামনে এসে দাঁড়াবে, এতটা দুঃসাহস
আছে কার, আছে কার, আছে কার, আছে কার?
নয় অপেক্ষা, নয় রে আর, বাঁধলো কান্ড ধুন্ধুমার
ফেলুদার গোয়েন্দাগিরি জমবে এবার
নয় অপেক্ষা, নয় রে আর, বাঁধলো কান্ড ধুন্ধুমার
ফেলুদার গোয়েন্দাগিরি জমবে এবার
বাদুড় বলে, "ওরে ও ভাই সজারু
আজকে রাতে দেখবে একটা মজা খুব
আজকে হেথায় চামচিকে আর পেঁচারা
আসবে সবাই, মরবে ইঁদুর বেচারা"
রোজ দু'বেলা মগজাস্ত্রে দেয় সে ভারী শান
মেঘরাজে বা মন্দারে যে দিব্যি আগুয়ান
বুদ্ধিটাই তুরুপ, দুষ্ট লোক চুপ
জট যত জটিলই হোক না, ঠিক হবে আসান
সামনে এসে দাঁড়াবে, এতটা দুঃসাহস
আছে কার, আছে কার, আছে কার, আছে কার?
নয় অপেক্ষা, নয় রে আর, বাঁধলো কান্ড ধুন্ধুমার
ফেলুদার গোয়েন্দাগিরি জমবে এবার
নয় অপেক্ষা, নয় রে আর, বাঁধলো কান্ড ধুন্ধুমার
ফেলুদার গোয়েন্দাগিরি জমবে এবার
নয় অপেক্ষা, নয় রে আর, বাঁধলো কান্ড ধুন্ধুমার
ফেলুদার গোয়েন্দাগিরি জমবে এবার
নয় অপেক্ষা, নয় রে আর, বাঁধলো কান্ড ধুন্ধুমার
ফেলুদার গোয়েন্দাগিরি জমবে এবার
ত্রিনয়ন, ও ত্রিনয়ন
ও ত্রিনয়ন, ও ত্রিনয়ন, ত্রিনয়ন
Поcмотреть все песни артиста