Kishore Kumar Hits

Shovon Ganguly - Ami Ki Kore Bolbo (From Kulpi) текст песни

Исполнитель: Shovon Ganguly

альбом: Kulpi


আমি কী করে বলবো বলো, আর কী করে জানাবো তাকে
আমি কী করে বলবো বলো, আর কী করে জানাবো তাকে
তার পলক না পড়া গভীরতা কারো গোপনীয় হয়ে থাকে
আমি কী করে বলবো বলো, আর কী করে জানাবো তাকে
তার পলক না পড়া গভীরতা কারো গোপনীয় হয়ে থাকে
আমি কী করে বলবো বলো...
আর যেভাবে রয়েছে আলো, এত মসৃণ, এত নীল
আর যেভাবে রয়েছে আলো, এত মসৃণ, এত নীল
এই মহাকাশ ধোয়া চোখ আমার অজান্তেই সাবলীল
আমি কী দিয়ে বোঝাই বলো, আর কী করে জানাবো তাকে
কেউ দীর্ঘশ্বাস ফেলে যায়, আর কেউ ঠিকই তুলে রাখে
আমি কী করে বলবো বলো, আমি কী করে জানাবো তাকে

এই আলাপের এত তৃপ্তি কোন ভাষায় প্রকাশ হয়
আর হৃদয় বড়ই নিষ্ঠুর, আর নিষ্ঠুর জলাশয়
এই আলাপের এত তৃপ্তি কোন ভাষায় প্রকাশ হয়
আর হৃদয় বড়ই নিষ্ঠুর, আর নিষ্ঠুর জলাশয়
কোনো আখরের রঙ মিলবে না এই সমস্ত রাতদিন
যার গোটা গায়ে আঁকা রূপকথা তার ইশারায় আলাদীন
আমি কী দিয়ে বোঝাই বলো, আর কী করে জানাবো তাকে
আমি কী দিয়ে বোঝাই বলো, আর কী করে জানাবো তাকে
কেউ দীর্ঘশ্বাস ফেলে যায়, আর কেউ ঠিকই তুলে রাখে
আমি কী করে বলবো বলো, আমি কী করে জানাবো তাকে

হোক অবাধ্য, আজ তাই সই, আমি রাজি মেনে নিতে হার
আমি চাইবোই আজ মিটুক তোমার জোনাকীর আবদার
হোক অবাধ্য, আজ তাই সই, আমি রাজি মেনে নিতে হার
আমি চাইবোই আজ মিটুক তোমার জোনাকীর আবদার
সব ইতস্ততাই বার বার খোঁজে স্ফুলিঙ্গ অঞ্চল
আর যত দূর তার বিস্তার তুমি তাতে ঢেলে দিয়ো জল
থাক বুকের ভেতরে নদী, চলো উড়ে যাই এক ঝাঁকে
থাক বুকের ভেতরে নদী, চলো উড়ে যাই এক ঝাঁকে
কোনো ফোয়ারার মত অস্থির হয়ে চাইবো এই তোমাকে
আমি কী করে বলবো বলো, আমি কী করে জানাবো তাকে
আমি কী করে বলবো বলো, আমি কী করে জানাবো তাকে

Поcмотреть все песни артиста

Другие альбомы исполнителя

Похожие исполнители