Kishore Kumar Hits

Saif - Nirghum Raat текст песни

Исполнитель: Saif

альбом: Prem Manei Kosto


রাত নির্ঘুম, বসে আছো তুমি
দক্ষিণের জানালা খুলে,
যত নির্বাক অভিমান মনে,
আজ সবটুকু নিলাম তুলে।
এসো তবে বৃষ্টি নামাই,
সৃষ্টি ছাড়া ভালোবাসায়।
এসো তবে জোছনা সাজাই,
দু'চোখে তারায় তারায়।
রাত নির্ঘুম, বসে আছো তুমি
দক্ষিণের জানালা খুলে,
যত নির্বাক অভিমান মনে,
আজ সবটুকু নিলাম তুলে।
চুপচাপ ঝরছে শিশির কণা,
রাতের পাখিরা সব গান গেয়ে যায়।
নিশ্চুপ বাতাসে তোমার স্মৃতি,
আমার গানের সুরে দূরে ভেসে যায়।
এসো তবে বৃষ্টি নামাই,
সৃষ্টি ছাড়া ভালোবাসায়।
এসো তবে জোছনা সাজাই,
দু'চোখে তারায় তারায়।
রাত নির্ঘুম, বসে আছো তুমি
দক্ষিণের জানালা খুলে,
যত নির্বাক অভিমান মনে,
আজ সবটুকু নিলাম তুলে।
গুন গুন গুঞ্জন মনের কোণে,
আসবে তুমি বলে মেঘ উঠেছে।
স্বপ্নিল এই ক্ষণ যখন তখন,
বিদ্রোহী মন আজ জেগে উঠেছে।
এসো তবে বৃষ্টি নামাই,
সৃষ্টি ছাড়া ভালোবাসায়।
এসো তবে জোছনা সাজাই,
দু'চোখে তারায় তারায়।
রাত নির্ঘুম, বসে আছো তুমি
দক্ষিণের জানালা খুলে,
যত নির্বাক অভিমান মনে,
আজ সবটুকু নিলাম তুলে।
এসো তবে বৃষ্টি নামাই,
সৃষ্টি ছাড়া ভালোবাসায়।
এসো তবে জোছনা সাজাই,
দু'চোখে তারায় তারায়।
এসো তবে বৃষ্টি নামাই,
সৃষ্টি ছাড়া ভালোবাসায়।
এসো তবে জোছনা সাজাই,
দু'চোখে তারায় তারায়।
এসো তবে বৃষ্টি নামাই,
সৃষ্টি ছাড়া ভালোবাসায়।
এসো তবে জোছনা সাজাই,
দু'চোখে তারায় তারায়।

Поcмотреть все песни артиста

Другие альбомы исполнителя

Похожие исполнители

Arnab

Исполнитель

Hasan

Исполнитель

Fuad

Исполнитель

LRB

Исполнитель