Sayatya and Friends - Rawshe Rawshe (Priyo Phuchkawala of Bong Eats) текст песни
Исполнитель:
Sayatya and Friends
альбом: Rawshe Rawshe (Priyo Phuchkawala of Bong Eats)
রসে রসে রসে ডুবে
স্বাদে স্বাদ সাধ ভবঘুরে
স্বাদে স্বাদে স্বাদে ডুবে
রসে রস রস ভরো তুলে
রসে রসে রসে ডুবে
স্বাদে স্বাদ সাধ ভবঘুরে
স্বাদে স্বাদে স্বাদে ডুবে
রসে রস রস ভরো তুলে
স্বাদে রসে মন ভুলায়ে
স্বাদে রসে মন ভুলায়ে
স্বাদে রসে মন ভুলায়ে
মাতবি আপন পর ভুলে
পাস যদি আসমান জমি
তাতে কী গাছ পুঁতবি জানি
পাস যদি আসমান জমি
তাতে কী গাছ পুঁতবি জানি
পাস যদি আসমান জমি
তাতে কী গাছ পুঁতবি জানি
সে তো তোর রসের চারা
সে তো তোর রসের চারা
সে তো তোর রসের চারা
আস্বাদনের ডাল তোলে
রসে রসে রসে ডুবে
স্বাদে স্বাদ সাধ ভবঘুরে
স্বাদে স্বাদে স্বাদে ডুবে
রসে রস রস ভরো তুলে
শহরের এই যে কায়া
ঘিরে চার দেয়াল মায়া
শহরের এই যে কায়া
ঘিরে চার দেয়াল মায়া
শহরের এই যে কায়া
ঘিরে চার দেয়াল মায়া
কোথায় হঠাৎ ফসকে গেলি
কোথায় হঠাৎ ফসকে গেলি
কোথায় হঠাৎ ফসকে গেলি
রসের গন্ধ-স্বাদ পেয়ে
রসে রসে রসে ডুবে
স্বাদে স্বাদ সাধ ভবঘুরে
স্বাদে স্বাদে স্বাদে ডুবে
রসে রস রস ভরো তুলে
Поcмотреть все песни артиста
Другие альбомы исполнителя