Kishore Kumar Hits

Ranajoy Bhattacharjee - Rongbahari текст песни

Исполнитель: Ranajoy Bhattacharjee

альбом: Awaiting (Original Motion Picture Soundtrack)


যখনই স্বপ্ন চোখে ঘুম পালকে গল্প তারই
ঠিকানা তোর শহরের মন বহরে রঙ বাহারি
যখনই স্বপ্ন চোখে ঘুম পালকে গল্প তারই
ঠিকানা তোর শহরের মন বহরে রঙ বাহারি
বল কোথায় ইশারায় আদরের রোশনাই
ওই দূরে যাই উড়ে চল হাওয়ায় গা ভাসাই
চোখ ছুঁয়ে যাই নোনা ধরা নদী তীরে
চলে আয় ভেসে যাই আকাশের ওই বুক চিড়ে
নাম লিখে রাখ বিকেলের শেষ মেঘে
হঠাৎ পথ হারায় ভালোবেসে সোহাগে
বল কোথায় ইশারায় আদরের রোশনাই
ওই দূরে যাই উড়ে চল হাওয়ায় গা ভাসাই

Поcмотреть все песни артиста

Другие альбомы исполнителя

Похожие исполнители