Kishore Kumar Hits

Ranajoy Bhattacharjee - Amake Nao (Sagar Kuler Naiya Re Version) текст песни

Исполнитель: Ranajoy Bhattacharjee

альбом: Oriplast Musifusion


আমাকে নাও, আমাকে নাও
আগুনে নাও, ফাগুনে নাও
ঢেউয়ে ঢেউয়ে নাও, নাও না
নাও, দু'হাত ভরে নাও
প্রথম ভুল, প্রথম রাগ
আলগোছে গোপন দাগ
নাও, প্রথম ছোঁয়া নাও, নাও না
নাও, দু'চোখ ভরে নাও
তুমি তাকালেই হয়ে যাই বোকা
ভীতু প্যাডেলে ছুটেছে একরোখা
এই ঘুম ঘোর নাও
তুমি ছেড়ে যাওয়া গল্পের মাঝে
কিছু কথা আজও গান হয়ে বাজে
যদি ফের দেখা দাও
ঢেউয়ে ঢেউয়ে নাও, নাও না
নাও, উজাড় করে নাও
আমাকে নাও, আমাকে নাও
আগুনে নাও, ফাগুনে নাও
ঢেউয়ে ঢেউয়ে নাও, নাও না
নাও, দু'হাত ভরে নাও
প্রথম ভুল, প্রথম রাগ
আলগোছে গোপন দাগ
নাও, প্রথম ছোঁয়া নাও, নাও না
নাও, দু'চোখ ভরে নাও

Поcмотреть все песни артиста

Другие альбомы исполнителя

Похожие исполнители