আমার সাহিত্য লিখেছে ইতিহাস আমি বন্দী ঘরের জানালায় তোর মার খাওয়া গায়ে বোরোলিন আমি তোর পাড়ায় propaganda দুই মিনিটের সুরে সুখ আমি রোজ গেয়ে যাই গানটা বাজার হাটে তে চেনা মুখ সামনে এলেই ধান্দা Pincode 101 ছাদে পায়রা ওড়ায় লম্পট আমি চিৎকার করে হাক পারি আর ডাক দিয়ে যাই কর্কট আমি অশিক্ষিত প্রেমিক তবুও ভালোবাসা কমে যায় না তোর phone এ save করা Number মেটায় তৃষ্ণার তোর বায়না পুকুর পাড়ে তে বাড়ি তোর তবু ও অগাধ পানিসে জল পার করে হাটি ভিজে গায়ে আমি শুকনো পাতার দল ভির করে আসে মগজ ধোলাই বদ্ধ আসামি নির্বাক হাতে কাটা দাগ নিয়ে ঘুর যাই ভবেনা তবু ও সে সাতপাঁচ হয়তো আমিও অন্তর্যামী লেখাই তাই ভবিষ্যৎ রোজ রাতদিন ঝগড়ার পর মেলাতে পারেনা সৈকত সাগরে বিপাকে ডুবছে হৃদয়ে হাবুডুবু খাই আজকাল সাঁতার জেনে ও ভুলে গেছি যেনো আটকায় তোর মায়াজাল আটকানো দিন শেষবেলাতে থমকে থমকে টাল খায় বেশি হয়ে গেছে বুঝতে পেরেছি হেচকি উঠেছে রাস্তায় সামলানো আজ বড়ই কঠিন রক্তের স্রোতে পথ ঘাট নৌকো এনেছে সেই লাল পানি গোলাপ পাপড়ি ছারখার ঘরের ছেলে সে ঘরে ফিরেনি ফিরেছে অন্য গলিতে নিয়ন আলোতে ঝকঝকে সব গলার নলিটা ছুরিতে আস্তে হচ্ছে ঘড়ির সময় আস্তে জগৎ শান্ত ছেলে টা ও আজ খুব কাজ করে বদ্ধ মগজে ক্লান্ত শান্তি চাইছে মন তবুও ফিরতে চাইছে অতীতে চাবুকের গায়ে পিঠ ক্ষত তবু ও মরতে চায় সে গতিতে হাটি হাটি পায়ে যাবে কদ্দুর থামতে হবে তো একদিন দিন টা তবে সে আজ নয় কেনো প্রশ্ন করেছে রাতদিন আত্মশুদ্ধি ঘটেছে কে জানে নিজেই নিজের শত্রু আমি ঘুরপাক খেয়েই রোজ রাতে তোর ঠিকানায় গিয়ে আশ্রয় খুঁজি সেই তোর এক অদূরে রাগে তে ভেসে যায় বড় ধিক্কার খোলা আকাশের নিচে দাড়িয়ে ও চিনতে পাসনি চিৎকার চেনা মুখ বড় অচেনা লাগছে প্রতিদিন ই যেনো বদলায় তারাদের ভিড়ে তোকে খুঁজে পেয়েই ব্যাক্ত কবিও তোতলায় ভিজা মাঠ ভিজা কাশ কুয়াশায় অন্তরঙ্গ স্রোতে নীল বড্ড বাচাল দিচ্ছে সামাল ফিরিয়ে এসছে arro reel হয়তো আমি উন্মাদ জানি তোর স্বপ্ন দেয় আজও রাতে হাতছানি আমার বেসুরো গান যে তোর জন্যই লেখা আমি অন্ধ শিল্পী তাও তোর ছবি আঁকি আমি লোড শেডিং এর রাতে তারকাটা কবি লিখি তোর ই গল্প তোর পুকুর পাড়ে বাড়ি আমার কাগজের তরী সম্বল ছিলো পকেট ভর্তি ভালোবাসা আজ তোর পাল্লায় নিঃস্ব আমি বৃষ্টি ভেজা কান্না তোর চোখে প্রায় অদৃশ্য চোখ দুটো আজ লাল নেশাতুর বাড়ি নয়নাতে ঝড়ে স্মরণে শুধু তোর স্মৃতি ডাক দেয় আমায় বাড়ি থেকে দূরে টানে আজকে ক্ষোভ বেড়ে হয় অভিমান তাও অপেক্ষা সে করে অকারণ হয়তো কাজগুলো সে কথাটা ও সে জানে ব্যার্থ প্রেমিক খুব রাগী তবে তোর সাতখুন মাফ স্পষ্ট বক্তা তোর সামনেই শুধু শোনে চুপচাপ কোনো প্রশ্নের নেই উত্তর তুই পশ্চিম আমি পূর্ব তোর বন্ধ জানালা কাঁটাতার আমি হেরে গেছি সেই যুদ্ধ হয়তো একদিন মনে পরবে একদিন আমার কথা বখে যাওয়া সেই ছেলের মুখে আতেল মার্কা ভাষা যত্নে করা স্বপ্ন গুলো আবছা ফ্রেমে বাঁধা তুমি ও হয়তো গাইবে এবার বুকে নিয়ে বার্থ প্রেমের ব্যাথা ব্যার্থ প্রেমের ব্যাথা ব্যার্থ প্রেমের ব্যাথা