Kishore Kumar Hits

AL Tamim - Ojotha текст песни

Исполнитель: AL Tamim

альбом: Ojotha


সকালের প্রতি প্রহরে ঘুম ভেঙে তোকে
রাত্রি যেন শেষ হয় না তোকে ভেবে
মেঘের ওপারে আমার সপ্ন রয়ে গেছে
তবুও আমি রঙিন তোরই মাঝে, তোরই মাঝে
ভুলে থাকার অভিনয়ে
অযথা কত কাব্য লিখি আমি তারে নিয়ে
সে জানে কি খুঁজি তারে?
কেন তবে দূরে?
জানি একদিন তোর চলে যাওয়া আমায় কাঁদাবে না
তোর ভুলে যাওয়া আমায় আর ব্যাথা দিবে না
আমায় না চিনে তুই যে করেছিলি ভুল
কাঁদবি সে দিন হারিয়ে সব তুই একূল-ওকূল
মন ভেঙে আমার হাসির খেলা যেন তোর
একদিন তুইও কাঁদবি ঝরিয়ে অশ্রু অঝোর
অযথা কত কাব্য লিখি আমি তারে নিয়ে
সে জানে কি খুঁজি তারে?
কেন তবে দূরে?
রাতেরা প্রশ্নতে তুচ্ছ করে, আমায় নিয়ে হাসে
নির্ঘুম তুই জার জন্যে সে তো গভীর ঘুমে
জীবন্ত লাশ ছুঁয়ে যাক সাদা কোনো কাফনে
হারিয়ে গেলে আমি, মুক্তি তুই এই দাফনে
অযথা কত কাব্য লিখি আমি তারে নিয়ে
সে জানে কি খুঁজি তারে?
কেন তবে দূরে?

Поcмотреть все песни артиста

Другие альбомы исполнителя

Похожие исполнители

Balam

Исполнитель

Muza

Исполнитель

Ashes

Исполнитель