Ferdous Ara - Kajol Vomora текст песни
Исполнитель:
Ferdous Ara
альбом: Kajol Vomora
কেন বা তারে সঁপে দিলাম দেহ মন প্রাণ?
প্রাণসখী রে, কেন বা তারে সঁপে দিলাম প্রাণ?
কেন বা তারে সঁপে দিলাম দেহ মন প্রাণ?
প্রাণসখী রে, কেন বা তারে সঁপে দিলাম প্রাণ?
তারে প্রাণ সঁপিয়া হইলেম অপমান
তারে প্রাণ সঁপিয়া হইলেম অপমান
প্রাণসখী রে, কেন বা তারে সঁপে দিলাম প্রাণ?
কেন বা তারে সঁপে দিলাম দেহ মন প্রাণ?
প্রাণসখী রে, কেন বা তারে সঁপে দিলাম প্রাণ?
♪
আগে যদি জানতাম মনে, চাইতাম না তার নয়ন কোণে
মর্মস্থলে হানে পঞ্চবাণ, প্রাণসখী রে
♪
আগে যদি জানতাম মনে, চাইতাম না তার নয়ন কোণে
মর্মস্থলে হানে পঞ্চবাণ, প্রাণসখী রে
ও তারে বাণে কত শক্তি ধরে, সাধ্য কী আর রইতে ঘরে?
বাণে বিদ্ধ করে অবলার পরান
বাণে বিদ্ধ করে অবলার পরান
প্রাণসখী রে, কেন বা তারে সঁপে দিলাম প্রাণ?
কেন বা তারে সঁপে দিলাম দেহ মন প্রাণ?
প্রাণসখী রে, কেন বা তারে সঁপে দিলাম প্রাণ?
♪
সে যেন কী মন্ত্র জানে, সুর করিয়া বাঁশির টানে
শুনলে প্রাণে হইতে হয় অজ্ঞান, প্রাণসখী রে
সে যেন কী মন্ত্র জানে, সুর করিয়া বাঁশির টানে
শুনলে প্রাণে হইতে হয় অজ্ঞান, প্রাণসখী রে
কেন তারে করিস না মানা, সময় চিনে কেন বাঁশি বাজায় না?
আমার প্রেম যমুনায় বহিছে উজান
আমার প্রেম যমুনায় বহিছে উজান
প্রাণসখী রে, কেন বা তারে সঁপে দিলাম প্রাণ?
কেন বা তারে সঁপে দিলাম দেহ মন প্রাণ?
প্রাণসখী রে, কেন বা তারে সঁপে দিলাম প্রাণ?
তারে প্রাণ সঁপিয়া হইলেম অপমান
তারে প্রাণ সঁপিয়া হইলেম অপমান
প্রাণসখী রে, কেন বা তারে সঁপে দিলাম প্রাণ?
কেন বা তারে সঁপে দিলাম দেহ মন প্রাণ?
প্রাণসখী রে, কেন বা তারে সঁপে দিলাম প্রাণ?
কেন বা তারে সঁপে দিলাম দেহ মন প্রাণ?
প্রাণসখী রে, কেন বা তারে সঁপে দিলাম প্রাণ?
Поcмотреть все песни артиста
Другие альбомы исполнителя