Kishore Kumar Hits

Arnob - Khoob Doob текст песни

Исполнитель: Arnob

альбом: Khoob Doob


তুই কি জানিস, খুব দিয়েছি ডুব
আবার একটা শান্ত গহীন জলে?

তুই কি জানিস, ঢের ভিজিয়ে গা
সাবধানতা বিকিয়েছি কৌশলে?

তুই কি বুঝিস, রোদের ঝিকিমিকি
গহিন জলের বুকের ওপর খেলে?
তুই কি বুঝিস, ডুব-সাঁতারে একা
ভুলেরা সব খুশির ডানা মেলে?
তুই কি বুঝিস, রোদের ঝিকিমিকি
গহিন জলের বুকের ওপর খেলে?
তুই কি বুঝিস, ডুব-সাঁতারে একা
ভুলেরা সব খুশির ডানা মেলে?

তুই কি আজও রাত্রি জেগে পরম
খাতায় আমার উপায় করিস চরম?
তুই কি আজও সাত সকালে ঘুম?
স্বপ্ন দেখি মুহূর্ত নিঝুম
তুই কি জানিস, রোজ দুপুরে আমি
আর খুঁজি না জীয়ন কাঠির রেশ?
মাঝ-সাঁতারে আচম্বিতে থামি
ডুব-সাঁতারে শান্তি আছে বেশ

তুই কি জানিস, রোজ দুপুরে আমি
আর খুঁজি না জীয়ন কাঠির রেশ?
মাঝ-সাঁতারে আচম্বিতে থামি
ডুব-সাঁতারে শান্তি আছে বেশ
তুই কি জানিস, রোজ দুপুরে আমি
আর খুঁজি না জীয়ন কাঠির রেশ?
মাঝ-সাঁতারে আচম্বিতে থামি
ডুব-সাঁতারে শান্তি আছে বেশ
তুই কি বুঝিস, রোদের ঝিকিমিকি
গহিন জলের বুকের উপর খেলে?
তুই কি বুঝিস, ডুব-সাঁতারে একা
ভুলেরা সব খুশির ডানা মেলে?

তুই কি জানিস, খুব দিয়েছি ডুব
আবার একটা শান্ত গহীন জলে?
তুই কি জানিস, ঢের ভিজিয়ে গা
বিষন্নতা ভাসিয়েছি কৌশলে?
বিষন্নতা ভাসিয়েছি কৌশলে?
বিষন্নতা ভাসিয়েছি কৌশলে?

Поcмотреть все песни артиста

Другие альбомы исполнителя

Похожие исполнители

Fuad

Исполнитель

Upal

Исполнитель