Kishore Kumar Hits

Arnob - Bebak Bibagi текст песни

Исполнитель: Arnob

альбом: Chaina Bhabish


বেবাক বিবাগী যত সুসভ্য ভাজ
রাতকানা চোখে দেখে আধখানা চাঁদ
তারপরে চুপিসারে ঝোপ বুঝে কোপ মারে
লাশকাটা ঘরে ভীড় বাড়ানোর সাধ
এসো রাতের শহর
এসো সূর্য নিভিয়ে দাও

বেবাক বিবাগী যত সুসভ্য ভাজ
রাতকানা চোখে দেখে আধখানা চাঁদ
তারপরে চুপিসারে ঝোপ বুঝে কোপ মারে
লাশকাটা ঘরে ভীড় বাড়ানোর সাধ
বেবাক বিবাগী যত সুসভ্য ভাজ
রাতকানা চোখে দেখে আধখানা চাঁদ
তারপরে চুপিসারে ঝোপ বুঝে কোপ মারে
লাশকাটা ঘরে ভীড় বাড়ানোর সাধ

জমা আছে সারাদিন, মাছি মারা রাত দিন
সভা-সমিতির কাজে হিসাব নিকাশ
চোখ বুজে পথ চলা, মেপে ঝেপে কথা বলা
মাঝে মাঝে কবিতায় খোঁজা নীলাকাশ
জমা আছে সারাদিন, মাছি মারা রাত দিন
সভা-সমিতির কাজে হিসাব নিকাশ
চোখ বুজে পথ চলা, মেপে ঝেপে কথা বলা
মাঝে মাঝে কবিতায় খোঁজা নীলাকাশ
ধ্যাত্তেরি! সব যাক
ধ্যাত্তেরি! ধুরর!

বেবাক বিবাগী যত সুসভ্য ভাজ
রাতকানা চোখে দেখে আধখানা চাঁদ
তারপরে চুপিসারে ঝোপ বুঝে কোপ মারে
লাশকাটা ঘরে ভীড় বাড়ানোর সাধ
বেবাক বিবাগী যত সুসভ্য ভাজ
রাতকানা চোখে দেখে আধখানা চাঁদ
তারপরে চুপিসারে ঝোপ বুঝে কোপ মারে
লাশকাটা ঘরে ভীড় বাড়ানোর সাধ
যাদের কথা বলার ছিলো সবার শেষে
প্রথমেই তারা কেন সুযোগটা পায়?
কেন তবে এত কথা বলা, guitar এর সুর তোলা
অকারণ বিদ্রোহ খাতার পাতায়?
যাদের কথা বলার ছিলো সবার শেষে
প্রথমেই তারা কেন সুযোগটা পায়?
কেন তবে এত কথা বলা, guitar এর সুর তোলা
অকারণ বিদ্রোহ খাতার পাতায়?
এসো রাতের শহর
এসো সূর্য নিভিয়ে দাও
এসো রাতের শহর
এসো সূর্য নিভিয়ে দাও (ধ্যাত্তেরি! ধুরর!)

বেবাক বিবাগী যত সুসভ্য ভাজ
রাতকানা চোখে দেখে আধখানা চাঁদ
তারপরে চুপিসারে ঝোপ বুঝে কোপ মারে
লাশকাটা ঘরে ভীড় বাড়ানোর সাধ
বেবাক বিবাগী যত সুসভ্য ভাজ
রাতকানা চোখে দেখে আধখানা চাঁদ
তারপরে চুপিসারে ঝোপ বুঝে কোপ মারে
লাশকাটা ঘরে ভীড় বাড়ানোর সাধ
বেবাক বিবাগী যত সুসভ্য ভাজ
রাতকানা চোখে দেখে আধখানা চাঁদ
তারপরে চুপিসারে ঝোপ বুঝে কোপ মারে
লাশকাটা ঘরে ভীড় বাড়ানোর সাধ
এসো রাতের শহর
এসো সূর্য নিভিয়ে দাও
এসো রাতের শহর
এসো সূর্য নিভিয়ে দাও

(এসো রাতের শহর)
(এসো সূর্য নিভিয়ে দাও)

Поcмотреть все песни артиста

Другие альбомы исполнителя

Похожие исполнители

Fuad

Исполнитель

Upal

Исполнитель