বসে আছি হে, কবে শুনিব তোমার বাণী
কবে বাহির হইব জগতে মম জীবন ধন্য মানি
বসে আছি হে, কবে শুনিব তোমার বাণী
কবে প্রাণ জাগিবে, তব প্রেম গাহিবে
প্রাণ জাগিবে, তব প্রেম গাহিবে
দ্বারে দ্বারে ফিরি সবার হৃদয় চাহিবে
দ্বারে দ্বারে ফিরি সবার হৃদয় চাহিবে
নরনারীমন করিয়া হরণ চরণে দিবে আনি
বসে আছি হে, কবে শুনিব তোমার বাণী
কেহ শুনে না গান, জাগে না প্রাণ
বিফলে গীত-অবসান
শুনে না গান, জাগে না প্রাণ
বিফলে গীত-অবসান
তোমার বচন করিব রচন সাধ্য নাহি নাহি
তুমি না কহিলে কেমনে কব প্রবল অজেয় বাণী তব
তুমি না কহিলে কেমনে কব প্রবল অজেয় বাণী তব
তুমি যা বলিবে তাই বলিব, আমি কিছুই না জানি
তুমি যা বলিবে তাই বলিব, আমি কিছুই না জানি
তব নামে আমি সবারে ডাকিব, হৃদয়ে লইব টানি
বসে আছি হে, কবে শুনিব তোমার বাণী
কবে বাহির হইব জগতে মম জীবন ধন্য মানি
বসে আছি হে, কবে শুনিব তোমার বাণী
বসে আছি হে, কবে শুনিব তোমার বাণী
Поcмотреть все песни артиста
Другие альбомы исполнителя