Kishore Kumar Hits

Hridoy Khan - Bhalo Lage Na - Acoustic Version текст песни

Исполнитель: Hridoy Khan

альбом: Bhalo Lage Na (Acoustic Version)


এমন কেন খেলো আমায় নিয়ে
পেয়ে হারাবার ব্যথা যাও কেন দিয়ে
জীবন যেন খেলছে নিঠুর খেলা
ভালোবাসা যায় ঢেকে অবহেলায়, হায়
কেন এভাবে কাঁদাও
যেন ভালোবাসা কোনো
হাসি-খেলা পুরোনো
ভালো লাগে না
কেন এভাবে কাঁদাও
যেন ভালোবাসা কোনো
হাসি-খেলা পুরোনো
ভালো লাগে না

অবেলায় না বলা আবেগে জড়িয়ে
এ মনে এঁকেছি, কত ডেকেছি যে তোমায়
অসহায় এ ভাষা গেছে যে হারিয়ে
বোঝো কি সে কথা
না বলা ব্যথা যে আমায়
অবহেলার চাদরে ভালোবাসার আদর
রেখেছো যে আড়াল করে কেন
কেন এভাবে কাঁদাও
যেন ভালোবাসা কোনো
হাসি-খেলা পুরোনো
ভালো লাগে না
কেন এভাবে কাঁদাও
যেন ভালোবাসা কোনো
হাসি-খেলা পুরোনো
ভালো লাগে না

যে ভুলে গেছ যে আমাকে ভুলে
সে ভুল বুঝবেই, ফিরিয়ে আনবে তোমায়
যে মায়ার ছায়াতে ঘিরে যে ছিলে
সে মায়া টানবেই, ফিরিয়ে আনবে তোমায়
অবহেলার চাদরে ভালোবাসার আদর
রেখেছো যে আড়াল করে কেন
কেন এভাবে কাঁদাও
যেন ভালোবাসা কোনো
হাসি-খেলা পুরোনো
ভালো লাগে না
কেন এভাবে কাঁদাও
যেন ভালোবাসা কোনো
হাসি-খেলা পুরোনো
ভালো লাগে না

Поcмотреть все песни артиста

Другие альбомы исполнителя

Похожие исполнители

Bappa

Исполнитель

Arnob

Исполнитель

Fuad

Исполнитель

Helal

Исполнитель

Balam

Исполнитель