আলোতে, আঁধারে তোমাকে চেয়েছি
পুরো দুহাতে পেয়েছি
প্রেমেরই বাতাসে বিভোর দুজনা
প্রিয় ঠিকানা ছুঁয়েছি
শুধু ভালোবাসা দিয়ে স্বপ্ন মায়া নিয়ে
তোমায় দেবো রাঙিয়ে
ছোট-বড় সুখে মাথা রেখো বুকে
হৃদয়ের সিন্দুকে
তোমার আলো আরো জ্বালো
হারাক মেঘের কালো
তোমায় বলি, ও প্রেম পিয়াসি
বাসি অনেক ভালো
হুম, বেঁধেছি এ মনে প্রণয়েরই ক্ষণে
ভালোবাসার স্বপ্নবাড়ি
থাকো না এ সময় এ হাওয়ায় সুর হয়ে
স্বর্গসুখের গল্প করি
শুধু ভালোবাসা দিয়ে স্বপ্ন মায়া নিয়ে
তোমায় দেবো রাঙিয়ে
ছোট-বড় সুখে, মাথা রেখো বুকে
হৃদয়ের সিন্দুকে
তোমার আলো আরো জ্বালো
হারাক মেঘের কালো
তোমায় বলি, ও প্রেম পিয়াসি
বাসি অনেক ভালো
আলোতে, আঁধারে তোমাকে চেয়েছি
পুরো দুহাতে পেয়েছি
প্রেমেরই বাতাসে বিভোর দুজনা
প্রিয় ঠিকানা ছুঁয়েছি
শুধু ভালোবাসা দিয়ে স্বপ্ন মায়া নিয়ে
তোমায় দেবো রাঙিয়ে
ছোট-বড় সুখে, মাথা রেখো বুকে
হৃদয়ের সিন্দুকে
তোমার আলো আরো জ্বালো
হারাক মেঘের কালো
তোমায় বলি, ও প্রেম পিয়াসি
বাসি অনেক ভালো
তোমার আলো আরো জ্বালো
হারাক মেঘের কালো
তোমায় বলি, ও প্রেম পিয়াসি
বাসি অনেক ভালো
Поcмотреть все песни артиста
Другие альбомы исполнителя