মনে করো কাল বলে কিছু নেই আজই সেই শেষ দিন যা বলার আছে বলে দাও জানোই তো মন খুলে সব বলা কত কঠিন মনে করো কাল বলে কিছু নেই আজই সেই শেষ দিন যা বলার আছে বলে দাও জানোই তো মন খুলে সব বলা কত কঠিন মনে করো আজ শেষ দিন ♪ অভিযোগ, রাগ বা অভিমান বলে দাও যা আছে মনে আমারও তো সারাজীবন কেটেছে এক সম্মোহনে আজ রেখো না, মনকে রেখো না কারো অধীনে মন কারো হাতে নেই কী হবে জানা নেই মানে নেই তাই মনে কথা জমিয়ে মনে করো কাল বলে কিছু নেই আজই সেই শেষ দিন যা বলার আছে বলে দাও জানোই তো মন খুলে সব বলা কত কঠিন মনে করো আজ শেষ দিন ♪ অনেক কথা হয় না বলা আজীবন মনে থেকে যায় অনেক কিছু চেপে রাখি, কোন কথাতে কী হয়ে যায় আজ ভেবো না, সময়টাকে রাখো সঙ্গীবিহীন মন কারো হাতে নেই কী হবে জানা নেই মানে নেই তাই মনে কথা জমিয়ে মনে করো কাল বলে কিছু নেই আজই সেই শেষ দিন যা বলার আছে বলে দাও জানোই তো মন খুলে সব বলা কত কঠিন মনে করো আজ শেষ দিন