Ringer গুলো একটু off করতে হবে ♪ এই গানটা কখনও concert এ usually করা হয় না আজকে করছি যে কারণে সেটা হচ্ছে যে গানের কথাগুলো আসলেই আজকের জন্য খুবই appropriate গানের কথাগুলো লিখেছেন যুবায়ের ইমন আজ থেকে প্রায় ২১ বছর আগে গানটার নাম হচ্ছে 'মানুষ' Black এর first album এ গানটা ছিল আমার সুর করা এবং গাওয়া গানটা কেন আজকের জন্য appropriate গানটা শুরু হলেই হয়তো বুঝতে পারবেন ♪ কারো, কারো চোখে দেখি ঘৃণা কারো বুকের গভীরে থাকে সুখ বিপরীত এই স্রোতের পাশে বন্দি আমরা কেবলই যুদ্ধের আয়োজন করে চলেছি অনেক অনেক মৃত্যুর পর শান্তি ফিরবে একদিন ক্রমাগত ঘৃণায় পুড়ে মানুষ হবে নিষ্প্রাণ অনেক অনেক মৃত্যুর পর শান্তি ফিরবে একদিন ♪ তবুও মানুষ জানি স্বপ্নময় স্বাধীন আর সে থাকবে না পরান-পরাধীন মানুষ ফিরে পাবে তার ঠিকানা, তার আশ্রয় নিয়তির বিরুদ্ধে লড়ে যায় সোনালি মানুষ একদিন চলে যাবে সূর্যের খুব কাছে অনেক অনেক মৃত্যুর পর শান্তি ফিরবে একদিন ক্রমাগত ঘৃণায় পুড়ে মানুষ হবে নিষ্প্রাণ অনেক অনেক মৃত্যুর পর শান্তি ফিরবে এক-একদিন