ভুল করে আর ভালোবাসবো না ভুল করে আর কাছে আসবো না ভুল করে আর হাসবো না প্রেমের হাওয়ার ভাসবো না চাইবো না তোমায় আমি বুকে পুষে রাখি চাইবো না আপন করে ডাকি তুমি প্রেম হও, আর মেঘ হও আমি বৃষ্টি ছুঁতে চাইছি না তুমি রূপ হও, আর ধূপ হও আমি তোমার পানে চোখ রাখছি না তুমি প্রেম হও, আর মেঘ হও আমি বৃষ্টি ছুঁতে চাইছি না তুমি রূপ হও, আর ধূপ হও আমি তোমার পানে চোখ রাখছি না ♪ ভুল করেও পদ্ম পাতার জলে আঙুল ছুঁয়ে রাখবো না ভুল করেও ঘাসের মলাটে বুকের অসুখ ঢাকবো না চাই না আমি, চাইছি না কেউ ভাঙুক বুকের পাড় চাইছি না আমি হতে অশ্রুতে নিরাকার তুমি প্রেম হও, আর মেঘ হও আমি বৃষ্টি ছুঁতে চাইছি না তুমি রূপ হও, আর ধূপ হও আমি তোমার পানে চোখ রাখছি না তুমি প্রেম হও, আর মেঘ হও আমি বৃষ্টি ছুঁতে চাইছি না তুমি রূপ হও, আর ধূপ হও আমি তোমার পানে চোখ রাখছি না