Kishore Kumar Hits

Shunno - Nijhum Raat текст песни

Исполнитель: Shunno

альбом: Gorbo Bangladesh


ইচ্ছে করে আজ ছুটে বেড়াই আকাশ পানে

যেথায় সবাই স্বপ্ন কেনে মনের দামে

স্বর্গ ছুঁতে ইচ্ছে হলে ভাবতে বসি আমি

স্বর্গ তো তোমার মাঝে কেন মিছে খুঁজি?
তোমার স্পর্শ পাই, শেষ বিকেলের আলোর মাঝে
আঁধারে হারাই, তারার সাথে আঁধার রাতে
তোমার স্পর্শ পাই, শেষ বিকেলের আলোর মাঝে
আঁধারে হারাই, তারার সাথে আঁধার রাতে

আমার পৃথিবী নিতে পারো আজ তোমার হাতে

জোছনা হয়ে এসো আমার নিঝুম রাতে
অচেনা সব অনুভূতি রঙ্গিন দেয়ালে

তোমাকেই এঁকে চলি মেঘের রঙে

তোমার স্পর্শ পাই, শেষ বিকেলের আলোর মাঝে
আঁধারে হারাই, তারার সাথে আঁধার রাতে
তোমার স্পর্শ পাই, শেষ বিকেলের আলোর মাঝে
আঁধারে হারাই, তারার সাথে আঁধার রাতে

Поcмотреть все песни артиста

Другие альбомы исполнителя

Похожие исполнители

Arnob

Исполнитель

Fuad

Исполнитель

Topu

Исполнитель