Selim Chowdhury - Kunjo Shajao Go текст песни
Исполнитель:
Selim Chowdhury
альбом: Roopshagore
তোমরা কুঞ্জ সাজাও গো
আজ আমার প্রাণনাথ আসিতে পারে
তোমরা কুঞ্জ সাজাও গো
আজ আমার প্রাণনাথ আসিতে পারে
মনে চায়, দিলে চায় –
মনে চায়, দিলে চায়, প্রাণে চায় যারে
তোমরা কুঞ্জ সাজাও গো
আজ আমার প্রাণনাথ আসিতে পারে
তোমরা কুঞ্জ সাজাও গো
আজ আমার প্রাণনাথ আসিতে পারে
♪
বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু স্বরে
বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু স্বরে
যৌবনের বসন্তে এ মন –
যৌবনের বসন্তে এ মন থাকতে চায় না ঘরে
তোমরা কুঞ্জ সাজাও গো
আজ আমার প্রাণনাথ আসিতে পারে
তোমরা কুঞ্জ সাজাও গো
আজ আমার প্রাণনাথ আসিতে পারে
♪
আতর-গোলাপ-চুয়াচন্দন ছিটাইয়া দাও ঘরে
আতর-গোলাপ-চুয়াচন্দন ছিটাইয়া দাও ঘরে
সাজাও গো ফুলের বিছানা –
সাজাও গো ফুলের বিছানা পবিত্র অন্তরে
তোমরা কুঞ্জ সাজাও গো
আজ আমার প্রাণনাথ আসিতে পারে
তোমরা কুঞ্জ সাজাও গো
আজ আমার প্রাণনাথ আসিতে পারে
♪
আসলেও আসতে পারে ভরসা অন্তরে
আসলেও আসতে পারে ভরসা অন্তরে
করিমে কয়, পাইলে কি আর –
করিমে কয়, পাইলে কি আর ছাইড়া দিমু তারে?
তোমরা কুঞ্জ সাজাও গো
আজ আমার প্রাণনাথ আসিতে পারে
তোমরা কুঞ্জ সাজাও গো
আজ আমার প্রাণনাথ আসিতে পারে
মনে চায়, দিলে চায় –
মনে চায়, দিলে চায়, প্রাণে চায় যারে
তোমরা কুঞ্জ সাজাও গো
আজ আমার প্রাণনাথ আসিতে পারে
তোমরা কুঞ্জ সাজাও গো
আজ আমার প্রাণনাথ আসিতে পারে
Поcмотреть все песни артиста
Другие альбомы исполнителя