Selim Chowdhury - Pasha Kelaw Na Re текст песни
Исполнитель:
Selim Chowdhury
альбом: Roopshagore
(পাশা)
(পাশা)
(পাশা)
পাশা খেলাও না রে
♪
গাঙ্গে যেন আসের জোয়ার, না দিয়াছে ঝাড়ু
গাঙ্গে যেন আসের জোয়ার, না দিয়াছে ঝাড়ু
ওই নাপন্দে ফুইটা রইছে গোলাপ ফুলের রেণু
পাশা খেলাও না রে
পাশা খেলাও না রে
গাঙ্গে যেন আসের জোয়ার, না দিয়াছে ঝাড়ু
গাঙ্গে যেন আসের জোয়ার, না দিয়াছে ঝাড়ু
ওই নাপন্দে ফুইটা রইছে গোলাপ ফুলের রেণু
পাশা খেলাও না রে
পাশা খেলাও না রে
♪
পাশা যে খেলিবে গো সখী, কী করিবে দান?
পাশা যে খেলিবে গো সখী, কী করিবে দান?
আমি যদি হারি গো সখী, নয়া যৌবন দান
পাশা খেলাও না রে
পাশা খেলাও না রে
পাশা যে খেলিবে গো সখী, কী করিবে দান?
পাশা যে খেলিবে গো সখী, কী করিবে দান?
আমি যদি হারি গো সখী, নয়া যৌবন দান
পাশা খেলাও না রে
ও পাশা খেলাও না রে
♪
পাশা যে খেলিবে গো কন্যা, ঝাড়িয়া বান্ধো কেশ
পাশা যে খেলিবে গো কন্যা, ঝাড়িয়া বান্ধো কেশ
ঝাড়িয়া ঝুড়িয়া বান্ধো ইঙ্গুল মাথার কেশ
পাশা খেলাও না রে
পাশা খেলাও না রে
পাশা যে খেলিবে গো কন্যা, ঝাড়িয়া বান্ধো কেশ
পাশা যে খেলিবে গো কন্যা, ঝাড়িয়া বান্ধো কেশ
ঝাড়িয়া ঝুড়িয়া বান্ধো ইঙ্গুল মাথার কেশ
পাশা খেলাও না রে
পাশা খেলাও না রে
পাশা খেলাও না রে
পাশা খেলাও না রে
Поcмотреть все песни артиста
Другие альбомы исполнителя