Selim Chowdhury - Shojoni Tumi Amar Shondhya Shokal текст песни
Исполнитель:
Selim Chowdhury
альбом: Aaij Pasha Khelbo
সজনী
সজনী
ও সজনী
♪
তুমি আমার সন্ধ্যা-সকাল
তুমি আমার সন্ধ্যা-সকাল, তুমি দিবা-রজনী
তোমার আশায় ভাসে আমার ভালোবাসার তরণী
তোমার আশায় ভাসে আমার ভালোবাসার তরণী
তুমি আমার সন্ধ্যা-সকাল, তুমি দিবা-রজনী
তোমার আশায় ভাসে আমার ভালোবাসার তরণী
তোমার আশায় ভাসে আমার ভালোবাসার তরণী
♪
তোমারই নামে গল্পে গানে
হৃদয়ে আমার আগুন আনে
তোমারই নামে গল্পে গানে
হৃদয়ে আমার আগুন আনে
রঙে-রূপে সাজে আমার
রঙে-রূপে সাজে আমার আলো-আকাশ-ধরণী
তোমার আশায় ভাসে আমার ভালোবাসার তরণী
তোমার আশায় ভাসে আমার ভালোবাসার তরণী
♪
তোমারই প্রেমে স্বপ্নে-সুখে
সুরভি ছড়ায় আমার বুকে
তোমারই প্রেমে স্বপ্নে-সুখে
সুরভি ছড়ায় আমার বুকে
তুমি ছাড়া দিশাহারা
তুমি ছাড়া দিশাহারা আমার সকল সরণি
তোমার আশায় ভাসে আমার ভালোবাসার তরণী
তোমার আশায় ভাসে আমার ভালোবাসার তরণী
সজনী
সজনী
ও সজনী
♪
তুমি আমার সন্ধ্যা-সকাল, তুমি দিবা-রজনী
তোমার আশায় ভাসে আমার ভালোবাসার তরণী
তোমার আশায় ভাসে আমার ভালোবাসার তরণী
তোমার আশায় ভাসে আমার ভালোবাসার তরণী
তোমার আশায় ভাসে আমার ভালোবাসার তরণী
তোমার আশায় ভাসে আমার...
Поcмотреть все песни артиста
Другие альбомы исполнителя