Selim Chowdhury - Amar Jomunar Jol текст песни
Исполнитель:
Selim Chowdhury
альбом: Chadni Poshorey
আমার যমুনার জল দেখতে কালো
চান করিতে লাগে ভালো
যৌবন মিশিয়া গেল জলে
আমার যমুনার জল দেখতে কালো
চান করিতে লাগে ভালো
যৌবন মিশিয়া গেল জলে
♪
হায় রে, ঘটা পানিতে নাইমা কন্যা ঘটা মাঞ্জন করে
হাঁটু পানিতে নাইমা কন্যা হাঁটু মাঞ্জন করে
আমার যমুনার জল দেখতে কালো
চান করিতে লাগে ভালো
যৌবন মিশিয়া গেল জলে
♪
আরে, উরত পানিতে নাইমা কন্যা উরত মাঞ্জন করে
কোমর পানিতে নাইমা কন্যা কোমর মাঞ্জন করে
আমার যমুনার জল দেখতে কালো
চান করিতে লাগে ভালো
যৌবন মিশিয়া গেল জলে
♪
যেন পেট পানিতে নাইমা কন্যা পেটো মাঞ্জন করে
বুক পানিতে নাইমা কন্যা বুক মাঞ্জন করে
আমার যমুনার জল দেখতে কালো
চান করিতে লাগে ভালো
যৌবন মিশিয়া গেল জলে
♪
হায় রে, গলা পানিতে নাইমা কন্যা গলা মাঞ্জন করে
মাথা পানিতে নাইমা কন্যা ডুব দিয়া ডুব খেলে
আমার যমুনার জল দেখতে কালো
চান করিতে লাগে ভালো
যৌবন মিশিয়া গেল জলে
♪
গোসল বড়ো কইরা সখী মুখে দিছে পান
ঘর থাইকা বাহির হইছে পূর্ণিমারই চাঁন
আমার যমুনার জল দেখতে কালো
চান করিতে লাগে ভালো
যৌবন মিশিয়া গেল জলে
আমার যমুনার জল দেখতে কালো
চান করিতে লাগে ভালো
যৌবন মিশিয়া গেল জলে
Поcмотреть все песни артиста
Другие альбомы исполнителя