Fuad - Parate Majhraate текст песни
Исполнитель:
Fuad
альбом: Prem Amar 2
তোমার রন্ধ্রে রন্ধ্রে পাপ
ঢুকে গেছে বিষের মত
তোমার রন্ধ্রে রন্ধ্রে পাপ
ঢুকে গেছে সাপের মত
তোমার আকাশ ভরা ধোঁয়া
তুমি পালাবে আর কত
(তোমার রন্ধ্রে রন্ধ্রে পাপ
ঢুকে গেছে বিষের মত)
তোমার রন্ধ্রে রন্ধ্রে পাপ
ঢুকে গেছে সাপের মত
তোমার আকাশ ভরা ধোঁয়া
তুমি পালাবে আর কত
ব্রহ্মানন্দের মন্ত্র মানো না.
আ... আ আ আ
ব্রহ্মানন্দের মন্ত্র মানো না
দেবানন্দের চিত্র দেখো না
গেলাসে, পাত্রে, টেবিলে, বোতলে
নেশা মাখছো প্রত্যেক আঙুলে
গা গা মা মা ধা ধা মা মা
গা গা মা মা ধা ধা মা মা
গা গা মা মা ধা ধা মা মা নি.
মিএঁয়াও... ওঁয়্যাও ওঁয়্যাও ওঁয়্যাও ওঁয়্যাও ওঁয়্যাও
তোমার রন্ধ্রে রন্ধ্রে পাপ
ঢুকে গেছে বিষের মতো
তোমার রন্ধ্রে রন্ধ্রে পাপ
ঢুকে গেছে সাপের মত
তোমার আকাশ ভরা ধোঁয়া
তুমি পালাবে আর কত?
বান্ধবীদের মন তো জানো না
আ... আ আ আ
বান্ধবীদের মন তো জানো না
চন্দ্রবিন্দুর গান-ও শোনো না
মেডিকাল বিলে করছো জালি
বাবার মুখে লেপছো কালি
গা গা মা মা ধা ধা মা মা
গা গা মা মা ধা ধা মা মা
গা গা মা মা ধা ধা মা মা নি...
মিএঁয়াও... ওঁয়্যাও ওঁয়্যাও ওঁয়্যাও ওঁয়্যাও ওঁয়্যাও
তোমার রন্ধ্রে রন্ধ্রে পাপ
ঢুকে গেছে বিষের মতো
তোমার রন্ধ্রে রন্ধ্রে পাপ
ঢুকে গেছে সাপের মত
তোমার আকাশ ভরা ধোঁয়া
তুমি পালাবে আর কত?
Поcмотреть все песни артиста
Другие альбомы исполнителя