Fuad - Nitol Paye текст песни
Исполнитель:
Fuad
альбом: Best of Fuad, Vol. 5
মন ভাবে তারে এই মেঘলা দিনে
শীতল কুয়াশাতে তার স্পর্শে
মন ভাবে তারে এই মেঘলা দিনে
শীতল কুয়াশাতে তার স্পর্শে
তার রুমঝুম নুপুরের সাজে
বাতাসে যেনো মৃদু সুবাসে
নিটল পায়ে রিনিক ঝিনিক
পায়েলখানি বাজে
মাদল বাজে সেই সঙ্গেতে
শ্যামা মেয়ে নাচে
নিটল পায়ে রিনিক ঝিনিক
পায়েলখানি বাজে
মাদল বাজে সেই সঙ্গেতে
শ্যামা মেয়ে নাচে
চাঁদের অধরে যেনো তোমার হাসির মাঝে
সোনালী আবেশে তবে সাগর ধারে
হৃদয়ের মাঝে কবে বেঁধে ছিলে বাঁধন
ভালোবাসা তবে কেনো মনের ওগোচরে
তুমি একি আমার বন্ধু
আজও কেনো বোঝোনি
তুমি একি আমার বন্ধু
কেনো ভালোবাসনি
মন ভাবে তারে এই মেঘলা দিনে
শীতল কুয়াশাতে তার স্পর্শে
মন ভাবে তারে এই মেঘলা দিনে
শীতল কুয়াশাতে তার স্পর্শে
তার রুমঝুম নুপুরের সাজে
বাতাসে যেনো মৃদু সুবাসে
নিটল পায়ে রিনিক ঝিনিক
পায়েলখানি বাজে
মাদল বাজে সেই সঙ্গেতে
শ্যামা মেয়ে নাচে
নিটল পায়ে রিনিক ঝিনিক
পায়েলখানি বাজে
মাদল বাজে সেই সঙ্গেতে
শ্যামা মেয়ে নাচে
নিটল পায়ে রিনিক ঝিনিক
পায়েলখানি বাজে
মাদল বাজে সেই সঙ্গেতে
শ্যামা মেয়ে নাচে
Поcмотреть все песни артиста
Другие альбомы исполнителя