কিছু কথা জমিয়ে বহুদিন অনেক সময় ধরে প্রশ্নরা বিলীন মানুষ নাকি আজ বিক্রি হয় টাকাই কি তবে আসল পরিচয় সমাজের চোখে টাকা ক্ষমতা-শক্তি এক রাজার টাকা থেকে দামি তার ভ্রান্তি আলাদিন আর তার চেরাগের দৈত্য টাকা দিলে বলে দিবে মিথ্যাকে সত্য টাকা ছাড়া ঠাকুমা গল্প বলে না জীবনের রেলগাড়ি থেমে থাকে, চলে না টাকা আজ ভেঙে দেয় চিরচেনা পরিচয় পাশাপাশি হেঁটে চলা, তবু কেউ কারো নয় অসভ্য আমি, আমার গানের কথা সত্যটা লাগে সবসময় তিতা নেতা কেন ভোটের আগে দেখায় মমতা সেই মায়া খুঁজে মরে এখন জনতা একদিন পৃথিবীর মায়া ছেড়ে যাবে সে ঘরে সে ঘরে ঈমান ছাড়া সবই জ্বলে পুড়ে প্রিয়জন দেহের পাশে, চোখের জল ঝরে মানুষটা দাফন হবে, টাকা রবে ঘরে একদিন পৃথিবীর মায়া ছেড়ে যাবে সে ঘরে সে ঘরে ঈমান ছাড়া সবই জ্বলে পুড়ে প্রিয়জন দেহের পাশে, চোখের জল ঝরে মানুষটা দাফন হবে, টাকা রবে ঘরে ভিক্ষুকেরা লাখপতি, শিক্ষা বিসর্জন কোটিপতির পায়ের তলায় গরিব হারায় ধন জোর যার মুল্লুক তার, এটাই নিয়ম সবই আছে এ শহরে, মানবতা কম জীবনটা দুই দিন, এক দিন হলো পার কেন করো বুক ভরা গর্ব-অহংকার এই খ্যাতি, এই যশ, মিছে মায়া-জঞ্জাল কেটে দিলে চামড়া রক্ত সবার লাল টাকা আছে বলে তুই কেন শুধু ভাব নেস কুলি-মজুরের গালে অযথাই চড় দেস ভেঙে ফেল ওই হাত, কেটে ফেল কবজি ঘরে বসে প্রেম কর, আর খেল PUBG খবর কি আছে তোর, শুনিস কি সংবাদ গোলাভরা ধানগুলো হয়ে গেল বরবাদ কৃষকের হাহাকার, জ্বলছে না লাকড়ি মানবতা হয়ে গেল টাকার কাছে বিক্রি একদিন পৃথিবীর মায়া ছেড়ে যাবে সে ঘরে সে ঘরে ইমান ছাড়া সবই জ্বলে পুড়ে প্রিয়জন দেহের পাশে, চোখের জল ঝরে মানুষটা দাফন হবে, টাকা রবে ঘরে একদিন পৃথিবীর মায়া ছেড়ে যাবে সে ঘরে সে ঘরে ঈমান ছাড়া সবই জ্বলে পুড়ে প্রিয়জন দেহের পাশে, চোখের জল ঝরে মানুষটা দাফন হবে, টাকা রবে ঘরে