লিখেছি যত গান সুরে সুরে পেয়েছি প্রাণ আমি খুঁজেছি ফুলের ঘ্রাণ আমি দেখেছি ভালোবাসার দাম আমি সেই ছন্দ করেছি দান এই পৃথিবীরে আমি দিয়েছি প্রাণ সেই সুরে সুরে হয়ে রবো আম্লান লিখেছি যত গান সুরে সুরে পেয়েছি প্রাণ আমি খুঁজেছি ফুলের ঘ্রাণ আমি দেখেছি ভালোবাসার দাম আমি সেই ছন্দ করেছি দান এই পৃথিবীরে আমি দিয়েছি প্রাণ সেই সুরে সুরে হয়ে রবো আম্লান ♪ আমি দেখেছি যুগের সুর এই পৃথিবীটা কত মধুর আমি লতাপাতা সবুজ বনে খুঁজেছি পাতাল-পানে আমি দেখেছি যুগের সুর এই পৃথিবীটা কত মধুর আমি লতাপাতা সবুজ বনে খুঁজেছি পাতাল-পানে কত দেখেছি প্রকৃতি-প্রেম জেনেছি মানুষ-প্রেম আমি সেই ছন্দ করেছি দান এই পৃথিবীরে আমি দিয়েছি প্রাণ সেই সুরে সুরে হয়ে রবো আম্লান লিখেছি যত গান সুরে সুরে পেয়েছি প্রাণ আমি খুঁজেছি ফুলের ঘ্রাণ আমি দেখেছি ভালবাসার দাম আমি সেই ছন্দ করেছি দান এই পৃথিবীরে আমি দিয়েছি প্রাণ সেই সুরে সুরে হয়ে রবো আম্লান ♪ হারানো ব্যথাগুলি সুখেরই ছায়াতলে প্রেমের এ জোয়ারে বিধাতার এ মায়াডোরে হারানো ব্যথাগুলি সুখেরই ছায়াতলে প্রেমের এ জোয়ারে বিধাতার এ মায়াডোরে কত পেয়েছি সেই বৃথা তাপে এঁকেছি সুরেরই গান আমি সেই ছন্দ করেছি দান এই পৃথিবীরে আমি দিয়েছি প্রাণ সেই সুরে সুরে হয়ে রবো আম্লান লিখেছি যত গান সুরে সুরে পেয়েছি প্রাণ আমি খুঁজেছি ফুলের ঘ্রাণ আমি দেখেছি ভালবাসার দাম আমি সেই ছন্দ করেছি দান এই পৃথিবীরে আমি দিয়েছি প্রাণ সেই সুরে সুরে হয়ে রবো আম্লান লিখেছি যত গান সুরে সুরে পেয়েছি প্রাণ আমি খুঁজেছি ফুলের ঘ্রাণ আমি দেখেছি ভালবাসার দাম আমি সেই ছন্দ করেছি দান এই পৃথিবীরে আমি দিয়েছি প্রাণ সেই সুরে সুরে হয়ে রবো আম্লান