Kishore Kumar Hits

Pancham - Emon Ekta Somoy Chilo текст песни

Исполнитель: Pancham

альбом: Chai Shudhu Tomay - Best of Pancham


এমন একটা সময় ছিলো
মায়াবী রাত নিঝুম ছিলো
তখন আকাশে ছিলো তারা
চাঁদের আলোর ফোয়ারা
তোমার হাতে হাত ছিলো
হৃদয়ে গুন্জন চলছিল
নীরবে এই মন নিয়েছিলে
কেন তা ফিরিয়ে দিলে?
চাঁদ আছে আকাশে, নীরবতা বাতাসে
সবকিছু আগের মতো
শুধু তুমি নেই আমার সাথে
তোমার-আমার পথ আজ চলে গেছে
দূরে কোথাও, সীমাহীন অজানায়
এমন একটা সময় ছিলো
মায়াবী রাত নিঝুম ছিলো
তখন আকাশে ছিলো তারা
চাঁদের আলোর ফোয়ারা

এমন একটা হৃদয় ছিলো
সুখগুলো বাস করছিলো
সুনিপুণ অভিনয় করে তুমি
কেন আজ হারিয়ে গেলে?
এই আমার পাশে তুমি ছিলে
মন ভরা ভালবাসা নিয়ে
তখন হৃদয়ে দিয়ে সারা
কেন তুমি অচেনা হলে?
চাঁদ আছে আকাশে, নীরবতা বাতাসে
সবকিছু আগের মতো
শুধু তুমি নেই আমার সাথে
তোমার-আমার পথ আজ চলে গেছে
দূরে কোথাও, সীমাহীন অজানায়
এমন একটা সময় ছিলো
মায়াবী রাত নিঝুম ছিলো
তখন আকাশে ছিলো তারা
চাঁদের আলোর ফোয়ারা
তোমার হাতে হাত ছিলো
হৃদয়ে গুন্জন চলছিল
নীরবে এই মন নিয়েছিলে
কেন তা ফিরিয়ে দিলে?

Поcмотреть все песни артиста

Другие альбомы исполнителя

Похожие исполнители

Hasan

Исполнитель

Ark

Исполнитель

Shuvo

Исполнитель

LRB

Исполнитель