এমন একটা সময় ছিলো মায়াবী রাত নিঝুম ছিলো তখন আকাশে ছিলো তারা চাঁদের আলোর ফোয়ারা তোমার হাতে হাত ছিলো হৃদয়ে গুন্জন চলছিল নীরবে এই মন নিয়েছিলে কেন তা ফিরিয়ে দিলে? চাঁদ আছে আকাশে, নীরবতা বাতাসে সবকিছু আগের মতো শুধু তুমি নেই আমার সাথে তোমার-আমার পথ আজ চলে গেছে দূরে কোথাও, সীমাহীন অজানায় এমন একটা সময় ছিলো মায়াবী রাত নিঝুম ছিলো তখন আকাশে ছিলো তারা চাঁদের আলোর ফোয়ারা ♪ এমন একটা হৃদয় ছিলো সুখগুলো বাস করছিলো সুনিপুণ অভিনয় করে তুমি কেন আজ হারিয়ে গেলে? এই আমার পাশে তুমি ছিলে মন ভরা ভালবাসা নিয়ে তখন হৃদয়ে দিয়ে সারা কেন তুমি অচেনা হলে? চাঁদ আছে আকাশে, নীরবতা বাতাসে সবকিছু আগের মতো শুধু তুমি নেই আমার সাথে তোমার-আমার পথ আজ চলে গেছে দূরে কোথাও, সীমাহীন অজানায় এমন একটা সময় ছিলো মায়াবী রাত নিঝুম ছিলো তখন আকাশে ছিলো তারা চাঁদের আলোর ফোয়ারা তোমার হাতে হাত ছিলো হৃদয়ে গুন্জন চলছিল নীরবে এই মন নিয়েছিলে কেন তা ফিরিয়ে দিলে?