তুমি আমি অনেক কাছাকাছি অনন্ত রাত ভোর তুমি আমি অনেক দূরে থাকি অলুক্ষনে ঘোর প্রসঙ্গহীন বাড়ছে কথার ভিড় সময় গড়ায় বড্ড ধীরস্থির আমায় ফোটাও তােমার ফুলে আমায় ভােলাও তােমার ভুলে সবকিছুরই শেষটা অভিনয় বিষণ্ণতায় আমার বড় ভয় তুমি আমি নদীর মতোই ভাসি সময় হুলস্থুল তুমি আমি পা ডুবিয়ে থাকি ভাঙছেনা আর ভুল কাটবে না হয় গুমােট কিছুদিন হিসেব কষে শুধরে দেবাে ঋণ আমায় শেখাও তােমার স্বরে আমায় পােড়াও তােমার জ্বরে দেখাে কেমন গাইছি নতুন গান অভিমানের হচ্ছে অবসান আমায় ফোটাও তােমার ফুলে আমায় ভােলাও তােমার ভুলে সবকিছুরই শেষটা অভিনয় বিষণ্ণতায় আমার বড় ভয় তুমি আমি অনেক কাছাকাছি অনন্ত রাত ভোর তুমি আমি অনেক দূরে থাকি