Debdeep Mukherjee - Bolte Parchi Koi текст песни
Исполнитель:
Debdeep Mukherjee
альбом: Swopno Rong-Er Meyeta
চাঁদ আগের মতই চুপচাপ
ফুল আগের মতই হলদে
আমি আগের মতই নিজের আস্তানায়
ছাই আগের মতই উড়ছে
আমি ধুরছাই মেখে ঘুরছি
জানি সব পথ ঘরে ফেরার রাস্তা না
ঘুরপথ হয়ে যাচ্ছে
ছায়া পিছু পিছু হাঁটছি
ভাবি তুমি তো সেখানে থাকবে অবশ্যই
স্বপ্নের খোলা জানলায়
দু ঠোঁটের ফাঁকে পেনসিল
কিন্তু তোমায় দেখতে পাচ্ছি কই?
কে-রি-রা
কে-রি-রা-রা রারারা
কে-রি-রা
কে-রি-রা-রা রারারা
(রারারা)
(রারারা)
(রারারা)
(রারারা)
♪
সবুজ ঢালছি canvas
অবুঝ মনকে সামলাই
গান ভেসে যাক ট্রাম line রোজ দূর
পুরনো guitar আঁকড়ে
আঙুল ভাবছে ধরবে
প্রেয়সীর হাত ছুঁয়ে যাওয়া রোদ্দুর
অসহায় কিছু আয়না
ছন্দ নোঙর নিষ্ফল
আটকানো সব ছিটকিনি খুলবোই
তোমার বাড়ির সামনে
লেখা এই গান গাইছি
তুমি পাঁচতলা থেকে শুনতে পাচ্ছ কই?
কে-রি-রা
কে-রি-রা-রা রারারা
কে-রি-রা
কে-রি-রা-রা রারারা
♪
নরম উড়ছে highway
তুমি অন্য রকম চাইবে
আমি সস্তা দু'হাত গুনছি বোতাম ঘর
Railing চাইছে কাকভোর
আমি তোমার ভেতর থাকব
আর রাতারাতি আলো নিভে যাবে পরপর
রং ফিকে হবে গল্পের
হাত চিনে নেবে জলছাপ
তোমার দু চোঁখে ডুবজল নামবই
দু ঠোঁট যখন চুপচাপ
ভালোবাসাবাসি ভাবছি
কিন্তু তোমায় বলতে পারছি কই?
কে-রি-রা
কে-রি-রা রা রারারা
কে-রি-রা
কে-রি-রা রা রারারা
(রারারা)
(রারারা)
(রারারা)
(রারারা)
(রারারা)
(রারারা)
(রারারা)
(রারারা)
(রারারা)
(রারারা)
(রারারা)
Поcмотреть все песни артиста
Другие альбомы исполнителя