Indranil - Diyegenu basanter eai текст песни
Исполнитель:
Indranil
альбом: Bhalobasi
দিয়ে গেনু বসন্তের এই গানখানি
দিয়ে গেনু বসন্তের এই
বরষ ফুরায়ে যাবে, ভুলে যাবে
ভুলে যাবে, ভুলে যাবে জানি
দিয়ে গেনু বসন্তের এই গানখানি
দিয়ে গেনু বসন্তের এই
তবু তো ফাল্গুনরাতে এ গানের বেদনাতে
আঁখি তব ছলোছলো
আঁখি তব ছলোছলো, এই বহু মানি
দিয়ে গেনু বসন্তের এই গানখানি
দিয়ে গেনু বসন্তের এই
চাহি না রহিতে বসে ফুরাইলে বেলা
চাহি না রহিতে বসে ফুরাইলে বেলা
তখনি চলিয়া যাব শেষ হলে খেলা
চাহি না রহিতে বসে ফুরাইলে বেলা
আসিবে ফাল্গুন পুন, তখন আবার শুনো
নব পথিকেরই গানে নূতনের বাণী
দিয়ে গেনু বসন্তের এই গানখানি
দিয়ে গেনু বসন্তের এই
বরষ ফুরায়ে যাবে, ভুলে যাবে
ভুলে যাবে, ভুলে যাবে জানি
দিয়ে গেনু বসন্তের এই গানখানি
দিয়ে গেনু বসন্তের এই
Поcмотреть все песни артиста
Другие альбомы исполнителя