হাজার অপরূপ রূপে তুমি সাজো তোমার মহিমা তাই বুকে বাজে আজও হাজার অপরূপ রূপে তুমি সাজো তোমার মহিমা তাই বুকে বাজে আজও বাংলা মা, ও বাংলা মা তোমার রূপের নেই তুলনা হাজার অপরূপ রূপে তুমি সাজো তোমার মহিমা তাই বুকে বাজে আজও ♪ গ্রীষ্মের ঝড়-জলে শান্ত করো অসহ্য দাহ তুমি নিমেষে হারো ফলের বাহারে ডাকো বর্ষার গান ধূসরের বুকে তুমি নিয়ে আসো প্রাণ বাংলা মা, ও বাংলা মা তোমার রূপের নেই তুলনা হাজার অপরূপ রূপে তুমি সাজো তোমার মহিমা তাই বুকে বাজে আজও ♪ কাশফুল আর শিউলিতে শরৎ রানী সাজে কাশফুল আর শিউলিতে শরৎ রানী সাজে তুমি মা আসো প্রাতে পেঁজা মেঘে রোদ লুকোচুরিতে নবান্ন আলতো শীতে কুয়াশার ঘোমটায় শীত লাজুক ফুলের বাহারে ফাগুন সাজুক কোকিলের কুহু গানে তুমি যে হাসো কত রঙে ফুলে ফলে ভালো যে বাসো বাংলা মা, ও বাংলা মা তোমার রূপের নেই তুলনা হাজার অপরূপ রূপে তুমি সাজো তোমার মহিমা তাই বুকে বাজে আজও বাংলা মা, ও বাংলা মা তোমার রূপের নেই তুলনা বাংলা মা- বাংলা মা-