কে বলে মানুষ মরে? আমি বুঝলাম না ব্যাপার কে বলে মানুষ মরে? আমি বুঝলাম না ব্যাপার কে বলে মানুষ মরে? মানুষ মরিলে বলো মানুষ মরিলে বলো বিচার হবে কার? কে বলে মানুষ মরে? পঞ্চ আত্মা পঞ্চ রূহ হিসাবেতে পাওয়া যায় একে আত্মাতে দুয়ের জনম পরমাত্মার মরণ নাই পরমাত্মার মরণ নাই পরমাত্মার কর্ম লইয়া জীবাত্মা যায় বিলীন হইয়া পরমাত্মার কর্ম লইয়া জীবাত্মা যায় বিলীন হইয়া জন্ম-মৃত্যু নাম ধরিয়া চালাইছে কারবার কে বলে মানুষ মরে? আমি বুঝলাম না ব্যাপার কে বলে মানুষ মরে? পরম থাকেন নিরাকারে খেলছে খেলা নীড়েতে জীবাত্মা জীবিত থাকে পরমাত্মার জোরেতে পরমাত্মার জোরেতে আদি শক্তি পরম যিনি জীব দেহ চালাইছেন তিনি আদি শক্তি পরম যিনি জীব দেহ চালাইছেন তিনি আমার শক্তিবিহীন দেহখানি হইয়া বেকার এমন সুন্দর দেহখানি হইয়া বেকার কে বলে মানুষ মরে? আমি বুঝলাম না ব্যাপার কে বলে মানুষ মরে? মানুষ মরিলে বলো বিচার হবে কার? কে বলে মানুষ মরে? যেমন সাগর থেকে আসে পানি নদীতে ভেসে বেড়ায় যেথা হইতে আসে পানি সেথায় আবার চলে যায় সেথায় আবার চলে যায় জোয়ার ভাটা জলে ফেরে সাগর কভু শুকায় না রে জোয়ার ভাটা জলে ফেরে সাগর কভু শুকায় না রে তেমনি মানুষ জলে ফেরে মনসুর কয় বার বার কে বলে মানুষ মরে? আমি বুঝলাম না ব্যাপার কে বলে মানুষ মরে? খ্যাপা রে খ্যাপা রে খ্যাপা রে