ঘাঁটা মাথা, জীবনের ধুর ছাই বিশৃঙ্খলার গান Volume বোতাম কমিয়েছো বলে বাঁচলো ক্লান্ত কান আমি ভাবি মাঝে মাঝে দেরি হয়ে গেছে পাবো না বোধহয় আপনজন ভেবেছিলাম কখনো প্রেমে জড়াবো না কিসের এই আকর্ষণ দি-দি-দে-রা-দা-রা, শোন কোনো কবি বলেছে, থাকুক যতই দূরে দূরে ঠিক মিলে যাবে চুম্বক মন দি-দি-দে-রা-দা-রা, শোন একা থাকতে পারে না, আঠালো হওয়া ছাড়ে না চুম্বক মন একা থাকতে পারে না, আঠালো হওয়া ছাড়ে না চুম্বক মন ♪ আমি তোর ঘ্যান-ঘ্যান-ঘ্যানানি শুনে যাওয়া কান হতে পারি তুই আমার রাস-রাস্তা পারের সাহস দেওয়া হাত হতে পারিস না বলা যত খারাপ লেগে থাকা, চুপটি করে বসে থাকা শুনবি যদি শোন, দা-রা, মন একা থাকতে পারে না, আঠালো হওয়া ছাড়ে না চুম্বক মন একা থাকতে পারে না, আঠালো হওয়া ছাড়ে না চুম্বক মন ছাতার মাথা চিন্তাগুলো তোকে দেখে সব পালায় কিছুরই যখন ঠিক নেই তখন কেন যে মন ভেবে যায় আমি ভাবতাম মাঝে মাঝে দেরি হয়ে গেছে পাবো না বোধহয় আপনজন ভেবেছিলাম কখনো প্রেমে জড়াবো না উফ বাবা, সে এক জ্বালাতন বলছি আমি, শোন কোনো কবি বলেছে, থাকুক যতই দূরে দূরে ঠিক মিলে যাবে চুম্বক মন একা থাকতে পারে না, আঠালো হওয়া ছাড়ে না চুম্বক মন একা থাকতে পারে না, আঠালো হওয়া ছাড়ে না চুম্বক মন