Kishore Kumar Hits

Arnob Shayan Chowdhury - Megh Bolechhe Jabo Jabo текст песни

Исполнитель: Arnob Shayan Chowdhury

альбом: Kolkata Calling


মেঘ বলেছে 'যাব যাব', রাত বলেছে 'যাই
সাগর বলে 'কূল মিলেছে–আমি তো আর নাই
দুঃখ বলে 'রইনু চুপে তাঁহার পায়ের চিহ্নরূপে
আমি বলে 'মিলাই আমি আর কিছু না চাই
ভুবন বলে 'তোমার তরে আছে বরণমালা
গগন বলে 'তোমার তরে লক্ষ প্রদীপ জ্বালা
প্রেম বলে যে 'যুগে যুগে তোমার লাগি আছি জেগে
মরণ বলে 'আমি তোমার জীবনতরী বাই'

Поcмотреть все песни артиста

Другие альбомы исполнителя

Похожие исполнители

Arnob

Исполнитель