Arnob Shayan Chowdhury - Sakale Bikale Uthe Roj текст песни
Исполнитель:
Arnob Shayan Chowdhury
альбом: Kolkata Calling (Original Motion Picture Soundtrack)
স স স স
সকালে বিকেলে উঠে রোজ
অকালে
গোলে মালে ফাঁক তালে
বাসে ঝুলে বেহালে
আজ নেই, কাল নেই মাল নেই
ঘুরে ঘুরে গাল দেই
আকাশে বাতাসে
মুখখানা ফ্যাকাশে
তাই বুঝি একা সে
মনে মনে ভাবে সে
সকালে বিকালে অকালে তালে তালে
বাসে ঝুলে বেহালে
ঘুর ঘুর ফুর ফুর
নাকে হাওয়া সুর সুর
লাগিয়ে বাগিয়ে
লোকজন রাগিয়ে
টিকাটুলি বাড্ডায়
অলিগলি আড্ডায়
বকাবে ঠকাবে
শুধু দিয়ে চা খাবে
রোজ রোজ খোঁজ খোঁজ
যে বোঝার সেই বোঝ
ডিম পোচ
পুলিশের শিরে টুপি
ছোট ছোট পিস্তল
ভোর হয়ে গেলে ছাত্রসমাজ
ময়দানে ফুটবল
ক্রিকরোতে দারোয়ান
চার one লেখা টুলে
বেন্টিঙ্ক স্ট্রিটে
Painting থাকে
স্যাঁতস্যাঁতে দেওয়াল জুড়ে
চোখে চোখে বদলে যায় ছবি
চোখে চোখে দৃষ্টি বসত করে
চোখের কোণে কালি আসছে বেয়ে
জল পড়ে পাতা নড়ে
চোখে চোখে বদলে যায় ছবি
চোখে চোখে দৃষ্টি বসত করে
চোখের কোণে কালি আসছে বেয়ে
জল পড়ে পাতা নড়ে
স স স স স
সকালে বিকেলে উঠে রোজ অকালে
গোলে মালে ফাঁক তালে
বাসে ঝুলে বেহালে
আজ নেই, কাল নেই মাল নেই
ঘুরে ঘুরে গাল দেই
আকাশে বাতাসে
মুখখানা ফ্যাকাশে
তাই বুঝি একা সে
মনে মনে ভাবে সে
সকালে বিকালে অকালে তালে তালে
বাসে ঝুলে বেহালে
ঘুর ঘুর ফুর ফুর
নাকে হাওয়া সুর সুর
লাগিয়ে বাগিয়ে
লোকজন রাগিয়ে
টিকাটুলি বাড্ডায়
অলিগলি আড্ডায়
বকাবে ঠকাবে
শুধু দিয়ে চা খাবে
রোজ রোজ খোঁজ খোঁজ
যে বোঝার সেই বোঝ
ডিম পোচ
কল ক্যাব নীল নীল
কুচকুচে কালো কাক
হাতের লক্ষ্মী পায়ে পায়ে
বাড়ে, দশটার পরে ট্রাক
বেড়া লেনদেন কমিটি
মিটিমিটি জ্বলে শুকতারা
এইখানে মধু এক পিস চায়ে
কড়া জিঞ্জার মারা
চোখে চোখে বদলে যায় ছবি
চোখে চোখে দৃষ্টি বসত করে
চোখের কোলে কালি আসছে বেয়ে
জল পড়ে পাতা নড়ে
চোখে চোখে বদলে যায় ছবি
চোখে চোখে দৃষ্টি বসত করে
চোখের কোলে কালি আসছে বেয়ে
জল পড়ে পাতা নড়ে
Поcмотреть все песни артиста
Другие альбомы исполнителя