Kishore Kumar Hits

Tarun - Thikana текст песни

Исполнитель: Tarun

альбом: Thikana


আমার জমাট মেঘে হাওয়া লেগে
বৃষ্টি জড়োসড়ো
একা তবু একা নই, তবুও তারপরও
আমার অবাক চোখে অশ্রু দেখে
কিছু প্রশ্ন করো
বলি তবু বলিনা যে তবুও তারপরও
এই রৌদ্রছায়া রাত জোছনা ছুঁয়ে দিলাম
এই ভালোলাগা ঘুম বাহানায় কী পেলাম
দু'জনে একই পথে হেঁটে অবিরাম
ঠিকানার ধারে কাছে ঠিকানা হারালাম
আমার চলার পথ গেছে কতোদূর
জানা নেই তবু প্রাণে আছে সুর
ভালো কিবা মন্দ কিছু না জেনে
নিয়তি আমি নিয়েছি মেনে
উল্টেপাল্টে দেখি একটাই আকাশ
চুলে মাখি এলোমেলো, একই সে বাতাস
একই রকম বুকে একই র্দীঘশ্বাস
পৃথিবীর কাছে এর কতোটুকু দাম
এই রৌদ্রছায়া রাত জোছনা ছুঁয়ে দিলাম
এই ভালোলাগা ঘুম বাহানায় কী পেলাম
দু'জনে একই পথে হেঁটে অবিরাম
ঠিকানার ধারে কাছে ঠিকানা হারালাম
আমার জমাট মেঘে হাওয়া লেগে
বৃষ্টি জড়োসড়ো
একা তবু একা নই, তবুও তারপরও
আমার অবাক চোখে অশ্রু দেখে
কিছু প্রশ্ন করো
বলি তবু বলিনা যে তবুও তারপরও
এই রৌদ্রছায়া রাত জোছনা ছুঁয়ে দিলাম
এই ভালোলাগা ঘুম বাহানায় কী পেলাম
দু'জনে একই পথে হেঁটে অবিরাম
ঠিকানার ধারে কাছে ঠিকানা হারালাম
এই রৌদ্রছায়া রাত জোছনা ছুঁয়ে দিলাম
এই ভালোলাগা ঘুম বাহানায় কী পেলাম
দু'জনে একই পথে হেঁটে অবিরাম
ঠিকানার ধারে কাছে ঠিকানা হারালাম

Поcмотреть все песни артиста

Другие альбомы исполнителя

VZN

2020 · сингл

Похожие исполнители

Hasan

Исполнитель

Vibe

Исполнитель

Ark

Исполнитель

Fuad

Исполнитель

LRB

Исполнитель